গুরার বেরইল-পলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ বিদ্যালয়ে শিক্ষকসহ পাঁচজনকে বিদায়ী সংবর্ধনা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদরের বেরইল-পলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসহ পাঁচজনকে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিদায়ী সম্মাননা প্রাপ্তরা হলেন-সুযোগ্য সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম,প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা,সিনিয়র শিক্ষক প্রসেনজিৎ কুমার দত্ত,অফিস সহকারী কাজী আবুল হাসেম এবং এমএলএসএস খন্দকার শওকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মীর আকরাম আলী।প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হক সজীব ও নিরব সরকারের সঞ্চালনায়,আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়ার শিক্ষক মোঃ রবিউল ইসলাম,
খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান,সহকারী প্রধান শিক্ষক বিকাশ কুমার,শিক্ষক হাবিবুর রহমান,প্রাক্তন শিক্ষার্থী কাজী জয়নুর রহমান উজ্জ্বল, আসাদুজ্জামান নিউটন, মঞ্জু ইসলাম ও ব্যবসায়ী মিহাজুম সুন্নাহ প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীরা,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।স্মৃতিমুখর এ বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।
(বিএসআর/এএস/অক্টোবর ১১, ২০২৫)