জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন শুলকবহরস্থ হযরত তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেট (ইসি নং–২৩/২৩) এর পলাতক মোতোয়াল্লী ও আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীকে অপসারণের নির্দেশ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়।

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নির্দেশে কার্যালয়ের পরিচালক (প্রশাসন–১) ফাহমিদ ফারহান স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে বলা হয়— চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন উক্ত ওয়াকফ এস্টেটের পলাতক মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীকে দ্রুত অপসারণ করে নতুন মোতোয়াল্লী হিসেবে নজরুল ইসলাম চৌধুরীকে নিয়োগ দিতে হবে। এ বিষয়ে ওয়াকফ প্রশাসককে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্বাস উদ্দিন চৌধুরীর মদদে ও অর্থায়নে আন্দোলনকারী নিরীহ ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়।

(জেজে/এসপি/অক্টোবর ১১, ২০২৫)