স্টাফ রিপোর্টার, গাজীপুর : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, যারা দেশ প্রেমিক, যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি তারা বিএনপির সদস্য হতে পারবেন। যারা সমাজে নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। কোন দুর্নীতিবাজ বিএনপি'র সদস্য হতে পারবেনা। যারা সমাজে আতঙ্ক সৃষ্টি করে যারা বিএনপির সদস্য হতে পারবে না। এরা ছড়া সবাই সদস্য হতে পারবে। কারখানার শ্রমিক, মাঠের কৃষক, শিক্ষক, চাকুরিজীবী যাদের রাজনীতি করার আইনগত অধিকার আছে তারা সবাই বিএনপির সদস্য হতে পারবেন। শুধু অপরাধীরা সদস্য হতে পারবে না।

আজ শনিবার দুপুরে তিনি গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভীবলেন, নানা কথা বার্তা হতে পারে, তর্কবিতর্ক হতে হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমাদের মাঝে ঐক্য থাকতে হবে। কেননা এখনো একটি পক্ষ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে কিভাবে পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনাকে নিয়ে আসা যায়। নোবেল বিজয়ী ড. ইউনূস কিছু ভাল কাজ করেছে। কিন্ত দ্রব্য মূল্যের কেন নিয়ন্তন করতে পারছেনা। বগুড়ায় মূল্যে বিক্রি হয় সেটি কেন চারগুন দামে বিক্রি হবে।

তিনি আরও বলেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করেছে। গণতন্ত্রের বিকাশ হবে, আমি এটি ভালো চোখে দেখি, ছোট ভাইয়েরা আপনারা কেন আপনাদের দলীয় প্রতীক নিয়ে এতো জেদ করছেন। কেন আপনাদের প্রতীকের সাথে ধানের শীষকে মিলাচ্ছেন? ধানের শীষতো আপনাদের জন্মের আগে আমাদের বিএনপির দলীয় প্রতীক।

গাজীপুর মহানগর বিএনপির শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল করিম রনি সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নেতা ডা. মাজহারুল আলম প্রমুখ।

(এস/এসপি/অক্টোবর ১১, ২০২৫)