সুন্দরবনের অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ আহরণ, চার জেলে আটক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণেখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
আজ শনিবার সকালে স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা এসময়ে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকাও জব্দ করেছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হচ্ছেন- সুন্দরবনের প্রাণপ্রকৃতি বিনাশী কুখ্যাত জেলে লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। এদের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় জেলে বা বনজীবীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শনিবার সকালে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে শরণখোলা রেঞ্জের স্মার্ট প্রেট্রোলিং টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরা অবস্থায় কুখ্যাত চারজন জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের ৪০ কেজি গলদা চিংড়ি, ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।
এর আগে গত ২১ জুলাই কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চরপাটা জালও জব্দ করে বনরক্ষীরা। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
(এস/এসপি/অক্টোবর ১১, ২০২৫)