দলীয় নিবন্ধন পাওয়ায় বাগেরহাটে এনসিপির আনন্দ শোভাযাত্রা
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা দলটির নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।
আজ শনিবার দুপুরে দলটির বাগেরহাটে খানজাহান আলী মাজার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে. আলী রোডে জেলা এনসিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার এনসিপির নেতাকর্মীরা ‘শাপলা আমাদের প্রতীক চাই’ শ্লোগান দেয়া হয়।
শোভাযাত্রায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ, আল আমিন খান সুমন, এডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হক রুবেলসহ জেলা ও উপজেলার বিপুল সংখক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে যোগ দেন।
শোভাযাত্রা শেষে জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও জেলার প্রধান সমন্বয়কারী তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলাকে অনুমোদন দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
(এস/এসপি/অক্টোবর ১১, ২০২৫)