বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
=.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মাদককারবারি মনির শেখের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এক কেজি গাঁজা ও এক লাখ ৬৩ হাজার টাকা জব্দ করা হয়।
আটক দুই মাদককারবারি হলো, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে রাসেল হোসেন (৩৫)।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, মাদককারবারী মনির শেখের কাছ থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লাখ ৬৩ হাজার টাকা ও রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
(এস/এসপি/অক্টোবর ১১, ২০২৫)