বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপি।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশি হারুন অর-রশীদ।মতবিনিময় সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশি হারুন অর-রশীদ বলেন, দীর্ঘ ১৬ বছর আমাদের মতো সাংবাদিকরাও দমন নিপিড়নের শিকার হয়েছে।সাংবাদিকদের কাছে আমার অনুরোধ আমার যতটুকু সমাজে জন্য করি সেটা যেমন প্রচার করবেন তেমনি আমরা অন্যায় কিছু করলে সেটাও প্রচার করবেন।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের বিশ্বাস জনগণ অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন,তেমনি আগামীর ষড়যন্ত্রও রুখে দিবে।
(একে/এসপি/অক্টোবর ১১, ২০২৫)