সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। তিনি বলেন, আজকে সরকারের মধ্যে থেকে যে কথা গুলো আসছে বিএনপির তিন দফার মধ্যে তা আছে। অনেকেই বলেন বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের জন্মদাতা, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। তরুণদের জন্য বিএনপি ১ কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

আজ শনিবার বিকেলে কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নানশাহের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা একজন দক্ষ ও যোগ্য ব্যাক্তি, তিনি একজন নোবেল জয়ী ব্যাক্তি।

প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ও সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪ মাস পর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার মাধ্যমে। মানুষ অনেক আশা নিয়ে বসে আছেন
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পূনর্দ্ধারের আশায়। আপনার সরকারে অনেকেই বিভিন্ন সুরের কথা বলছে, যা মানুষ আলোচনা করে।

গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ড. এম এ কাইয়ুম, বেনজীর আহমেদ টিটু, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘাগটিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আ. স. ম. হান্নান শাহের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মরণ সভায় হান্নান শাহার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি সহ দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে হান্নান শাহ্ পুত্র রিয়াজুল হান্নান রিয়াজকে গাজীপুর-৪, কাপাসিয়া থেকে নির্বাচিত করার আহবান জানান।

(এসকেডি/এসপি/অক্টোবর ১১, ২০২৫)