ডিভোর্সী স্ত্রীর ভয়ে স্বামীর আত্মহত্যা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভাইয়ের সহযোগিতায় ডিভোর্সী স্ত্রী তার সাবেক স্বামীকে মামলায় জড়ানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর কারণে ডিভোর্সী স্ত্রীর ভয়ে সাবেক স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরের দিকে তালাবদ্ধ রুমের দরজা ভেঙে পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় হতভাগ্য স্বামী মো. রমজানের (২৫) মরদেহ উদ্ধার করেছেন। এসময় মৃত্যুর জন্য সাবেক স্ত্রী ও তার ভাইকে দায়ী করে রমজানের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। বরিশাল নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলার একটি কক্ষ থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ রমজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
মৃত রমজান পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা। তিনি বরিশালের ফজলুল হক এভিনিউয়ের সার্ক টেইলার্সে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার বলেন, রমজান গত চার মাস পূর্বে তার কারখানায় কাজ শুরু করেন এবং রাতে একাই ওই রুমে ঘুমাতেন।
তিনি আরও জানান, অতিসম্প্রতি রমজানের সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পরেন। রমজান প্রায়ই বলতেন-তার স্ত্রী ও শ্যালক তাকে মামলায় জড়ানোসহ বিভিন্নধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। এজন্য কয়েকদিন পূর্বে রমজান বলেছিলো থানায় জিডি করবে। রমজানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে জানিয়ে লিয়াকত সিকদার বলেন-ওই চিরকুটে রজমান তার মৃত্যুর জন্য ডির্ভোসপ্রাপ্ত স্ত্রী ও তার ভাইকে দায়ী করেছেন।
কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রমজানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ১১, ২০২৫)