আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে বিদ্যুতায়িত হয়ে হয়ে মাহিম প্যাদা (১৩) মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের ফাহাদ প্যাদার একমাত্র পুত্র এবং পার্শ্ববর্তী উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেছে। এক বছর পূর্বে ফাহাদ প্যাদার মেয়ে ফাইজা (৩) পানিতে ডুবে মৃত্যু মারা গিয়েছি। 

গৌরনদী মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে মাহিম প্যাদাসহ অন্যান্য বন্ধুরা পূর্ব বড়দুলালী বাদামতলা জামে মসজিদ পরিষ্কার পরিছন্নতা করতে যায়। এ সময় ওযুখানা পরিষ্কার করার সময় পানির পাম্পের বৈদ্যুতিক তারে মাহিম বিদ্যুৎপৃষ্ঠ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে মাহিমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে মাহিম মারা যায়। পারিবারিক কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরাতহাল শেষে লাশ দাফনের অনুমতি দেন।

(টিবি/এসপি/অক্টোবর ১১, ২০২৫)