সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বিএসএফ’র কাছ থেকে পেয়ে ১৬ বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম।
তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।
হস্তান্তরকৃতরা হলেন, মোঃ মোশাররফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মোঃ জিল্লুর রহমান (২৩), মোছাঃ ঝরনা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মোঃ শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) এবং আল আমিন (২৬)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম জানান, শনিবার সন্ধ্যার দিকে বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর করেন। পরে তিনি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে সোপর্দ করেন। ফেরত আসা মোশাররফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১০ থেকে ১৫ বছর যাবৎ জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত)শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৬ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।# সাতক্ষীরা প্রতিনিধি।
(আরকে/এসপি/অক্টোবর ১২, ২০২৫)