নড়াইলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-কামটানা এলাকায় ট্রেনের ধাক্কায় রিয়াজুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামের উত্তরপাড়ার ফজলুল হক মোল্লার ছেলে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে লোহাগড়া-নড়াইল ট্রেন রুটের কালনা-কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নড়াইল-লোহাগড়া রুটের কালনা-কামঠানা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে রিয়াজুল হক প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং নিহতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রিয়াজুলের মরদেহ শনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিয়াজুলের সঙ্গে পরিবারের কারও কোনো বিরোধ বা সমস্যা ছিল না। হয়তো বিকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনের ওপর গিয়েছিলেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
(আরএম/এএস/অক্টোবর ১৩, ২০২৫)