অস্ত্র-গুলি নিয়ে পাঁচলাইশে ঘুরছিলো সন্ত্রাসী রাজু, ডিবির জালে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার বন গবেষণাগার স্কুলের সামনে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন রাজু (৩২) নামে ওই যুবককে আটক করে ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন মহানগর ডিবির এসআই ফজলে রাব্বী কায়সার।
ডিবি সূত্র জানায়, রাজু পুরাতন চান্দগাঁও এলাকার হাজেরা তজী কলেজের সামনে থেকে যাত্রীবাহী সিএনজিযোগে বন গবেষণাগার এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়। সিএনজি থামানোর পর রাজু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।
তল্লাশিতে রাজুর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি জানায়, জাকির হোসেন রাজু ভোলা জেলার লালমোহন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি বর্তমানে নগরীর হালিশহর থানার ঈদগাঁও এলাকায় বসবাস করেন।
জিজ্ঞাসাবাদে রাজু জানায়, ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনে নিজ দখলে রাখেন। ওই অস্ত্র দেখিয়ে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন বলেও স্বীকার করেন তিনি।
চট্টগ্রাম মহানগর ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং জানান, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে ডিবির এই চৌকস কর্মকর্তা এসআই ফজলে রাব্বী কায়সার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার একটি ক্লুলেস হত্যা মামলায় (নং-৩৬(৭)২৫) অজ্ঞাত আসামি মো. সুমনকে সনাক্ত করে গ্রেপ্তার করেন। অভিযানে ভিকটিম মহিউদ্দিনকে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও তিন রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
তারও আগে, গত ২৭ আগস্ট ইপিজেড থানার লুণ্ঠিত একটি নাইন এমএম পিস্তল ও আট রাউন্ড গুলিসহ আসামি এনএইচ মহিউদ্দিনকে আটক করেন এসআই ফজলে রাব্বী কায়সার।
পরে তাকে নিয়ে বাগেরহাটের মোংলা থানার মালগাজী এলাকায় অভিযান চালিয়ে কামাল নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়। এসব অভিযানে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানায় ডিবি।
(জেজে/এএস/অক্টোবর ১৩, ২০২৫)