সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সম্মনিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে সালথা ফায়ার সার্ভিস বাহিনী 'প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়' শীর্ষক এক মহড়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ খায়ের উদ্দিন, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান প্রমুখ।

(এএনএইচ/এএস/অক্টোবর ১৩, ২০২৫)