টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। আজ সোমবার সকালের দিকে টাঙ্গাইলের যমুনা গোলচত্ত্বর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়ে এক ঘণ্টা স্থায়ী হয়।
স্থানীয়রা জানান, সকাল থেকে শতাধিক মানুষ যমুনা গোলচত্বর এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় রাখার দাবিতে স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, 'বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।'
(এসএম/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)