নড়াইলে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়নের দাবিতে মানববন্ধন

রূপক মুখার্জি, নড়াইল : পূর্বে প্রকাশিত জুলাই যোদ্ধাদের তালিকা সংশোধন করে এবং ভুয়া জুলাই যোদ্ধাদের নাম অপসারণ করে যাচাই-বাছাই পূর্বক প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা পুনঃপ্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ইয়াজুর রহমান বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু, মহিলা দলের নেত্রী খালেদা জামান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, ছাত্রদল নেতা হীরন মৃর্ধা, নাদিম জামান মাহিন, সুমন, ইব্রাহিমসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা প্রনয়ণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তালিকা প্রনয়ণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে পরে একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আবু রিয়াদ স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)