দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম এবং গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার শরিফুল ইসলাম।

এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে প্রতিবছর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। বক্তারা আরও বলেন, দুর্যোগপূর্ব প্রস্তুতি, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

সভায় জানানো হয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি করে কমিটি গঠন করা হয়েছে। বক্তারা দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

(ডিসি/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)