বাগেরহাটে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
-2.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তারের পরপরই রবিবার রাতে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
আজ সোমবার সকালে ইমরান সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইমরান সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেরার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান জানান, ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর ও মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার সকালে গ্রেপ্তার ইমরান সরদারকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
(এস/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)