রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী পাংশা থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র, ককটেল, চাইনিজ কুড়ালসহ ইউনুস মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় পরিত্যক্ত অবস্থায় পাটকাঠির গাদা থেকে আরো ২টি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালের দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া ও নিভা গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুস মন্ডল পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায় উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া ও নিভা গ্রামে।এসময় মাদুলিয়া গ্রামের ইউনুস মন্ডল (গ্রেফতার আসামী) এর বসত বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে একই ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়ির সামনে পাটকাটির গাদার ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরও দুইটি আগ্নেয়াস্ত্র ও হাসুয়া উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ সকালে পাট্টা ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এসময় ইউনুস মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন রয়েছে।

(একে/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)