পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলা পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার বিকালে পঞ্চগড় স্টেডিয়ামে শেষ হয়েছে।
তিনদিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ।
পঞ্চগড় জেলার সহকারি শিক্ষা পরিদর্শক এ এস এম মাজেদ-উর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন পর্যায়ের আহবায়কগণ।
(আরএআর/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)