একে আজাদ, রাজবাড়ী : 'সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষ উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পাংশা সরকারি কলেজের শিক্ষক শামীম আরা মিনুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুধী জন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসত ঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করেন।

এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদজাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।

(একে/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)