স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি আয়োজিত টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ২-০ গোলে লালমনিরহাট মর্নিংস্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে টুস্টার বোদা ফুটবল একাডেমি।

গত ৭ সেপ্টেম্বর টুনিরহাট শহীদ জিয়াউর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী। কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মো.নুরুল ইসলাম নুরু।

উদ্বোধনী ম্যাচে খান ব্রাদার্স ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে কিশোর ফুটবল একাডেমি। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে শেরপুর ফুটবল একাডেমি বগুড়াকে পরাজিত করে বিজয়ী হয়েছে মিহির স্পোর্টিং ক্লাব-সৈয়দপুর। প্রতিটি ম্যাচের মধ্যমাঠ পরিচালনা করছেন রংপুর বিভাগীয় রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য টি আই ছামি।

চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর, ওইদিন মাঠে নামবে জয় স্পোর্টিং ক্লাব-পীরগঞ্জ বনাম নওগাঁ ফুটবল একাডেমি। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০অক্টোবর সোমবার, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর শুক্রবার।

(আরএআর/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)