আগৈলঝাড়ায় মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এমপিওভুক্ত মাধ্যমিক স্তরের শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবিতে রবিবার ঢাকায় সমাবেশে আইন শৃংখলা বাহিনীর হামলার প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক স্তরের শিক্ষকেরা সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও তাদের কোন ক্লাস নেয়নি শিক্ষকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে কর্মবিরতি পালনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বিএইচপি একাডেমীর শিক্ষক মাওলানা ফজলুল হক, আবু কালাম আজাদ, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়াসহ প্রমুখ।
(টিবি/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)