নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নব গঠিত কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর (সোমবার) মাইজদী শহরের নবাব কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা আয় কর আইনজীবী ফোরাম।
এডভোকেট এস এম নিজামের সঞ্চালনায় এবং নোয়াখালী জেলা আইনজিবী সমিতির প্রধান উপদেষ্ঠা আলহাজ হামিদ উল্যাহ সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত আছেন, ঢাকা ট্যক্সবার এসোশিয়সনের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মতিন, বিশেষ অতিথি নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, এডভোকেট মঞ্জুর পটোয়ারী, আবু নাছের মজুমদার, জাফর উল্যাহ, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট রবিউল হাসান পলাশ, গোলাম কিবরিয়া খন্দকার সহ অনেকে।
পরে অতিথি রা লক্ষ্মীপুর জেলায় জেলা আয়কর আইনজীবী ফোরামের সভাপতি পদে হোসেন আহমদ শাহজাহান এবং সাধারণ সম্পাদক পদে সেলিম মাহমুদ ঘোষণা করে কমিটি হস্তান্তর করেন।
নোয়াখালী জেলায় জেলা আয় কর আইনজীবী ফোরামের সভাপতি পদে অ্যাডভোকেট এসএম নিজাম এবং সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক পদে জোবায়ের হোসেন ফয়সালকে ঘোষণা করে ২৪ জন বিশিষ্ট কমিটি হস্তান্তর করেন।
(আইইউএস/এএস/অক্টোবর ১৪, ২০২৫)