সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রাম থেকে জিহাদ সরদারের মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। জিহাদ ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয় জিহাদ সরদার। আর বাড়ি যায়নি। সোমবার সকালে বাড়ির পাশে একটি আমগাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবী, জিহাদ সরদার দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা।
সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এএনএইচ/এএস/অক্টোবর ১৪, ২০২৫)