তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো: মাসুদ আল মামুন, সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ সহ শিল্প উদ্যোক্ত, বেকারী, হোটেল রেস্তরার মালিক, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী থাতুন।

(টিবি/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)