কর্ণফুলীতে চেকের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন বাবলু (২৯) কে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গতকাল সোমবার রাতের দিকে নগরীর ২ নম্বর গেইটের একটি রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী থানার একটি সিভিল টিম তাকে গ্রেপ্তার করেন।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুইদিন আগেও তার বিরুদ্ধে রুজুকৃত একটি মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ায় কর্ণফুলী থানায় জিডি রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন বাবলু চরলক্ষ্যা ইউপির ৬ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া এলাকার আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে।
ওসি শরীফ আরো জানায়, একটি চেক প্রতারণা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ আরো বেশ কয়েকটি মামলা ও জিডি রেকর্ড রয়েছে থানায়।’ হত্যা মামলায় সে চার্জশিটভুক্ত প্রধান আসামি বলেও পুলিশ জানিয়েছে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দু্লাই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগেও গত বছরের ২২ অক্টোবর বাবলুর একটি প্রাইভেট কার গাড়ি ভাঙচুর করার অভিযোগে থানায় মামলা করতে এসে উল্টো নিজেই আটক হয়েছেন কর্ণফুলী থানায়। সে একই এলাকার জাফর আহমদ (৫২) হত্যা মামলার প্রধান আসামি। তবে ওই মামলায় সে জামিন থাকলেও তখন আরেক সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানা যায়। এ ঘটনায় আটক অপর দুই যুবক মো. দেলোওয়ার ও ইকবালও আটক হয়েছিলেন।
(জেজে/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)