মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে এক গৃহবধূকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মামলাসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার সোহাগ সরদারের বাড়িতে ঘর ভাড়া নেন এক প্রবাসীর স্ত্রী। তিনি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। গত ২৭ সেপ্টেম্বর একা পেয়ে সুযোগ বুঝে গৃহবধুর ঘরে ঢুকে বাড়ির মালিক সোহাগ সরদার। এরপর তাকে জোর করে ধর্ষণ করেন। পরে ধর্ষনের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার কথা বলে গৃহবধুকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে সোহাগকে জিজ্ঞাসাবাদ করলেও ক্ষিপ্ত হয়ে ওঠেন সোহাগ ও তার পরিবারের সদস্যরা। পরে গত ১ অক্টোম্বর নির্যাতিতাকে শারীরিকভাবে সোহাগ ও তার পরিবারের লোকজন নির্যাতন করেন। এমন কি লোহার গরম রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে দগ্ধও করা হয় অভিযোগ ওঠে। এই ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় বাড়ির মালিকসহ ৭ জনের নামে সদর মডেল থানায় ধর্ষণ ও নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, মামলার হলে নিযুক্ত তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শুরু করছেন। এই ঘটনায় কারো দোষ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এই মামলায় নির্দোষ কাউকেই হয়রানি করা হবে না।

(এএসএ/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)