দেবহাটায় ব্যবসায়ীকে কুপিয়ে দুই লক্ষাধিক টাকা ছিনতাই

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে তার কাছে থাকা দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে পিতা ও পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেবুখালি গ্রামের কুরমান গাজীর ছেলে আইয়ুব আলী গাজী বাদি হয়ে দেবহাটা থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের আবু বক্কর গাজী ওরফে বাক্কু গাজী(৫৫) ও তার ছেলে আলী হোসেন (২৭)।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফারুক হোসেন জানান, ঢেবুখালি বিলে তার বাবার তিন বিঘা মৎস্য ঘেরের পাশে একই গ্রামের আবু বক্কর গাজী ওরফে বাক্কু গাজীর একটি মৎস্য ঘের রয়েছে। মৎস্য ঘেরের বেড়িবাঁধে কাঁকড়া গর্ত করে ঘোঘা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে বাক্কু গাজীর সাথে তাদের মাঝে মাঝে বিরোধ হয়। এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইতিপূর্বে বাক্কু গাজী ও তার পরিবারের সদস্যরা তার (ফারুক) পরিবারের সদস্যদের মারপিট করলেও তাদের ভয়ে থানায় বা আদালতে মামলা করতে পারেননি। বাক্কু গাজীর বিরুদ্ধে দেবহাটা থানায় ডাকাতি, চাঁদাবাজি ও হত্যার চেষ্টা ও হত্যাসহ কমপক্ষে ৬টি মামলা রয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মটর সাইকেল কেনার জন্য দুই লাখ ১৮ হাজার টাকা নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে বাক্কু গাজী তাকে ঘেরের পাশে ডেকে আনেন। এ সময় ঘেরের বেড়িবাঁধ ঘোঘা বা গর্ত করার জন্য তাকে দায়ী করে জীবননাশের হুমকি দেয়।
একপর্যায়ে আলী হোসেন ও বক্কু গাজী তাকে টেনে হিঁচড়ে ঘেরের বেড়িবাঁধে নিয়ে আসে। বেড়িবাঁধে ঘোঘা বা গর্ত করার অভিযোগ তুলে আলী হোসেন ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মারে। মাটিতে পড়ে গেলে বাক্কু গাজী লোহার রড দিয়ে ডান হাতের কনুই এর হাড় ভেঙে দেয়। উপর্যুপরি বাক্কু গাজী তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরর বিভিন্ন স্থানে জখম করে। পরে আলী হোসেন তার লুঙ্গির গাইটে থাকা দুই লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের স্বজনরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান জানান, এ ঘটনায় আইয়ুব আলী গাজী বাদি হয়ে সোমবার রাতে আলী হোসেন ও তার বাবা বাক্কু গাজীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(আরকে/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)