ফরিদপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিশ্ব মান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর ও সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিএসটিআইয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান কামাল হাসান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর ও রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সিনিয়র কৃষি বিতরণ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ মোল্লা, আলোকিত প্রতিদিনের ফরিদপুর জেলা প্রতিনিধি গৌতম ভদ্র, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, পদ্মা’র স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, এসডিসি ফরিদপুরের কো-অর্ডিনেটর রোকসানা পারভীন ও মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিএসটিআইয়ের কার্যক্রম তুলে ধরে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন। বক্তারা বলেন, ফরিদপুরে বিএসটিআইয়ের কার্যক্রম সন্তোষজনক এবং আগামী দিনে প্রতিষ্ঠানটির সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, খাদ্যপণ্য, ঔষধ ও ভোগ্যপণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের তদারকি কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে মানসম্মত পণ্য পেতে পারেন।
সভায় বক্তারা পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুরে বিএসটিআইয়ের কার্যক্রম আগামী দিনে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
(ডিসি/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)