দিলীপ চন্দ, ফরিদপুর : ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দুইটায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম, উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান এবং প্রফেসর ফজলুল করিম।

বক্তারা বলেন, “ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর সংঘটিত এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি।”

তারা আরও বলেন, “যারা মেধাবী শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বক্তারা জানান, দেশব্যাপী চলমান কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে রাজেন্দ্র কলেজেও এ কর্মসূচি পালিত হয়েছে। তারা সতর্ক করে বলেন, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এ সময় রাজেন্দ্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)