দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উদ্যোগে ফরিদপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখে গণমানুষের ঐক্য ও সংগ্রাম জোরদার করা এবং আগামী ১৪ নভেম্বর ঢাকায় আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর, মানবেন্দ্র দেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার, শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁরা ১৪ নভেম্বর ঢাকায় শ্রমজীবী-মেহনতি মানুষের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)