চাটমোহরে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

চাটমোহর প্রতিনিধি : “মাদকমুক্ত দেশ গড়তে, ক্রীড়া হোক অনুপ্রেরণা” শ্লোগান নিয়ে পাবনার চাটমোহর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে চাটমোহরে শুরু হচ্ছে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র্যালী, গ্রুপ লটারি ও মাদক বিরোধী শপথ। এ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, ক্রীড়াবিদ আব্দুস সালাম সরকার, ডাঃ জিল্লুর রহমান, শরিফুল ইসলাম তোহা, আব্দুল মুত্তালিব, পৌর যুবদলের সদস্য সচিব তানভীর জুয়েল লিখন, এম এ কুদ্দুস শাহাবুল প্রমুখ।
এই টুর্ণামেন্টের উদ্যোক্তা ও চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, তারুণ্যের উচ্ছাস, ্ঐক্যের প্রতীক ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারকে ধারণ করে এই টুর্ণামেন্টের আয়োজন। তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও অন্যায় থেকে দূরে রাখার অনুপ্রেরণা দেওয়া।
গ্রুপ লটারি ও মাদক বিরোধী শপথ শেষে উপজেলা পরিষদ মহীদ মিনার চত্বর থেকে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে পৌরসভার ২ নং ওয়ার্ড ফুটবল দল ও ৩ নং ওয়ার্ড ফুটবল দল।
(এসএইচ/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)