রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের একটি বাড়ির দরজা ভেঙ্গে একটি মাইক্রোবাস চুরি হয়েছে। চুরি হওয়া মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিক লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া মাইক্রোবাসের মালিক জামাল খন্দকার জানান, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ গাড়ির স্টার্ট দেওয়ার শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে তারা দেখতে পান, বাড়ির উঠানে রাখা মাইক্রোবাসটি স্টার্ট দিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে। এলাকাবাসী ও পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও মাইক্রোবাসটির কোনো সন্ধান পাননি।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিক জামাল খন্দকার বুধবার সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, 'চুরির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

(আরএম/এএস/অক্টোবর ১৫, ২০২৫)