রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরসি)'র সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: উসমান সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার সিইও, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, এলজিইডি'র সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু প্রমুখ।

সভায় যে সকল সাতক্ষীরা পৌরসভার ভিতরে ইজিবাইক চলাচল বন্ধ, পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ে যাওয়ার পরে সাতক্ষীরা মুন্সীগঞ্জ রুটের মিনিবাস সঙ্গীতা মোড়, সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস দিঘীর পাড়, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম।

(আরকে/এএস/অক্টোবর ১৫, ২০২৫)