মহম্মদপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার মহম্মদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এদিন সকালে তিনি উপজেলার নহাটা ইউনিয়ন ভূমি অফিস, দীঘা ইউনিয়ন পরিষদ এবং বাবুখালী ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন করেন।
এ সময় তিনি সেবা কার্যক্রমের মান,নাগরিক সুবিধা প্রদানের প্রক্রিয়া ও দপ্তরসমূহের নিয়মিত কার্যক্রমের খোঁজখবর নেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।
স্বনির্ভরতা অর্জন ও নারী উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নারীরা সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,তাদের আত্মনির্ভরশীল করে তোলা আমাদের দায়িত্ব।”
দিনের শেষে তিনি বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে “বাল্যবিবাহ, মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার সহ উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)