পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৌর প্রশাসক, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান ও সাংবাদিক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরেরর কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।
(আরআই/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)