দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আনুমানিক ৬ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোবাইদা ফিলিং স্টেশন এলাকার সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানোর সময় ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮২ নম্বরযুক্ত “গোল্ডেন লাইন” পরিবহন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে আনুমানিক ৬ লাখ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা মৃত মির্জা আলী মোল্লা এবং শাহানাজ আক্তার (২৭), স্বামী মোঃ জাহাঙ্গীর আলম।তারা দুজনই খাগড়াছড়ি জেলার সদর থানার কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ডিসি/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)