রাজবাড়ী প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্ণব ঘোষ, এস্টিমেটর মোঃ নূরনবী, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন, জেলা অফিসের উচ্চমান সহকারী রেজাউল মীর, ক্যাশিয়ার আশরাফ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালিত হয়।

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আয়োজিত প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল রাজবাড়ী সদর হাসপাতালের নার্সদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন। তারা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হাতে সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সঠিকভাবে হাত ধোয়ার প্রক্রিয়া শেখান এবং হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি সুস্থ থাকার অন্যতম মাধ্যম। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, সর্দি-কাশি সহ বিভিন্ন রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। আমাদের খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ধোয়া অবশ্যক। আজকের প্রশিক্ষণ তোমাদের মধ্যে এই সচেতনতা গড়ে তুলবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা হাত ধোয়ার নায়ক হলে পুরো সমাজই উপকৃত হবে।”

(একে/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)