দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ত্রি-বার্ষিক কমিটি গঠন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, বিষ্ণুপদ সাহা, অপূর্ব কুমার সাহা, কমল রঞ্জন সাধুখাঁ, নিতাই কর্মকার ও কমল কৃষ্ণ সাহা প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ঠ ত্রি-বার্ষিক কমিটিতে সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সহ-সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ-সভাপতি মানিক লাল চক্রবর্ত্তী (দাতা সদস্য), সাধারন সম্পদক অপূর্ব কুমার সাহা, যুগ্ন সাধারণ সম্পদক প্রবীর কুমার সাহা বাবু, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাধুখাঁ, সাংগঠনিক সম্পাদক কমল রঞ্জন সাধুখাঁ, প্রচার সম্পাদক সুনীল কর্মকার, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার সাহা কাপুড়িয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্র চন্দ্র দাস, পুজা ব্যবস্থাপনা সম্পাদক বিকাশ চন্দ্র সাহা বাবলু, সমাজসেবা সম্পাদক সঞ্জয় কুমার সাহা, মন্দিরের সেবাইত লক্ষীকান্ত চক্রবর্তী, নির্বাহী সদস্য অনুপ কুমার সাহা কাপুড়িয়া, রতন কুমার সাহা কাপুড়িয়া, সুবোধ রঞ্জন সাধুখাঁ, অরবিন্দু সাহা গুহ, বাবলু সাহা গুহ, সুকুমার সাহা কালু, সঞ্জয় কুমার বিশ্বাস, সুবোধ চন্দ্র শীল, নিখিল চন্দ্র দাস, শ্যামল কুমার রায়, সমর কুমার বিশ্বাস, সঞ্জিব সাধুখাঁ, মদন কুমার সাহা, অরুপ কুমার সাহা মরা, অমর কুমার বিশ্বাস, নিতাই শীল, অসীম কুমার দাস ও পলান কুন্ডু। কমিটি গঠনের সময় মন্দিরের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
নব গঠিত-কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, সকলের সহযোগিতায় মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে।
উল্লেখ্য, মন্দিরটি ১৯৫৯ সালে ৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা লাভ করে।
(আরএম/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)