ফরিদপুরে মাদক সেবন অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০)। পরে আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠায়।
জানা গেছে, সম্প্রতি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর মহল্লায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরবর্তীতে আদালত তাঁকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, “জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।”
(ডিসি/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)