সাত দফা দাবি বাস্তবায়নে ফরিদপুরে মুখ বধির সংঘের স্মারকলিপি প্রদান

দিলীপ চন্দ, ফরিদপুর : সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর জেলা মুখ বধির সংঘ এবং জাতীয় বধির ঐক্য পরিষদ।
আজ বুধবার সকালের দিকে ফরিদপুর জেলা প্রশাসক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মুখ বধির সংঘের সভাপতি মাহমুদুর রহমান, বোয়ালমারী শাখার নির্বাহী সদস্য আনিসুর রহমান, জেলা দপ্তর সম্পাদক জুলহাস মিঠুন, কোষাধ্যক্ষ আনিস খান এবং জেলা শাখার সদস্য সঞ্জয়সহ অন্যরা।
পরে তারা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা দাবির স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বধির ও শ্রবণপ্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং যোগাযোগের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে।
(ডিসি/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)