ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : হাতের জীবাণু দ্বারা রোগ বালাই থেকে রক্ষা পেতে জনসচেতনতা তৈরি ও উদ্ধুদ্ধ করণের লক্ষে ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী পরিচালনা করেন জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার।

র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহহেল মাজেদ বাবু, জামাতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

(এন/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)