আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে জুয়েলারিসহ আট দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিজি’কে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

আজ বুধবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জালাল মুন্সিগঞ্জ সদর থানার বানিয়াল মহেশপুর গ্রামের কাসেম মিজি’র ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গত ৮ অক্টোবর রাতে সশস্ত্র মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে ডাকাতি করে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও বলেন, নদীপথে স্পীডবোড ব্যবহার করে ডাকাতি করে জালাল। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ১৫, ২০২৫)