রামগঞ্জ প্রতিনিধি : জেলার রামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ এমরান হোসেনকে সোমবার রাতে স্থানীয় পদ্মাবাজার থেকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গত ৫ জানুয়ারীর নির্বাচনে কেন্দ্র ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। দলীয় সূত্রে জানায়, গতকাল সোমবার রাতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহারের সাথে দেখা করে স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন গ্রামের বাড়ী চন্ডিপুর ফেরার পথে রামগঞ্জ থানার এ আই মোজাম্মেল হোসেন রাত ৯টায় স্থানীয় পদ্মা বাজার থেকে তাকে আটক করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, গত ৫জানুয়ারী নির্বাচনে পুলিশের কর্তব্যকাজে বাঁধা প্রদান, ভোট কেন্দ্র ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যালট বাক্স লুট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

(এমএএইচপি/পি/ডিসেম্বর ১৬, ২০১৪)