ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ পদযাত্রা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এক বিশাল গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসমাবেশ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ পদযাত্রা পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক আলতাফ হোসেন এবং ছাত্র প্রতিনিধি সোহেল রানা, কাজী রিয়াজ ও জনি শেখ প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফরিদপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। বহুদিন ধরে ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। এতে জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ভঙ্গ হয়েছে।
তারা বলেন, “ফরিদপুর বিভাগ হলে এ অঞ্চলে শিল্পায়নের প্রসার ঘটবে, হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
বক্তারা আরও সতর্ক করে বলেন, “যারা ফরিদপুর বিভাগ বাস্তবায়নে বাধা দিচ্ছেন, তাদের পরিণতি হবে ভয়াবহ।”
তারা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
(ডিসি/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)