মোংলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বাগেরহাটের মোংলায় উঠান বৈঠক করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বিগরাজ এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাগেরহাট– ২ (ফকিরহাট-রামাপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনটির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ধর্ম-বর্ণের কয়েক হাজার নারী পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এসময়ে বক্তব্যে তিনি ৩১ দফাকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উন্নতির সনদ হিসেবে অবহিত করে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মো. জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মো. হাবিবুর রহমান, মোস্তাফিুর রহমান জনি, মো. জিয়াউর রহমান, সোহেল বাবু, মোহম্মদ গোলম ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।
(এস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)