বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় না ফেরার দেশে চলে গেলেন সাবেক বিজিবি সদস্য সুকুমার চন্দ্র সুত্রধর। সুকুমার চন্দ্র সুত্রধর পৌরসভার কানুপুর গ্ৰামের মৃত নরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন রোডে প্রতিদিনের মতো হাঁটাহাটি করার সময় আকস্মিক ভাবে স্ট্রোকে আক্রান্ত হন। এসময় স্থানীয়রা সহ পরিবারের লোকজন সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতি)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর তাকে দেখার জন্য ভিড় পড়ে যায়।

স্থানীয়রা জানান, সুকুমার সুত্রধর দির্ঘদিন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তে দেশের বিভিন্ন স্থানে চাকুরী করেছেন।

কানুপুর গ্ৰামের অমূল্য সুত্রধর জানান, সুকুমার সুত্রধর চাকুরী শেষে সোনাতলার রেলগেট সংলগ্ন কাঠের ফার্নিচার এর দোকান দিয়ে অত্যন্ত সুপরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি সদালাপী, সঙ্গীত প্রেমী ছিলেন।

সোনাতলা বন্দরের অনেকেই জানান, সুকুমার দাদা প্রতিদিন সকাল ও বিকালে হাঁটাচলা শেষে সোনালী ব্যাংক মোড় এসে গল্প গুজবে মেতে থাকতেন।

পরিবার সুত্রে জানা গেছে, মৃত সুকুমার সুত্রধরকে জন্মস্থান নিজ গ্ৰামেই যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে অনেকই শোক প্রকাশ করেছেন।

(বিএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)