রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া মোহনপুর বিলের পানি নিস্কাশন ব্যবস্থা সচল ও দখল হওয়া খাল পুনঃখননের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ৫ গ্রামের ভুক্তভোগী কৃষক। 

আজ বৃহস্পতিবার সকালে আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ স্কুলের সামনের সড়কে কয়েক হাজার কৃষক বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়।পরে বিক্ষোভ কারীরা নিজেদের অর্থায়নে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে খাল পুনঃখনন কাজ করে।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, অবৈধভাবে খাল দখল হওয়ার কারণে মোহনপুর বিলের পানি সময় মতো নিস্কাশন হচ্ছে না। এতে করে তারা মৌসুমের শুরুতে কোন ফসল আবাদ করতে পারছে না।ফলে কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে উপজেলা কৃষি অফিসে একাধিক বার জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করে নাই।

পরে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীরাদের আশ্বস্ত করেন, কৃষকদের ন্যায় সঙ্গত দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

(একে/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)