গ্রীল কেটে জুয়েলার্স কারখানা থেকে ২০ লক্ষ টাকার স্বর্ণ চুরি

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় গ্রীল কেটে জুয়েলার্স কারখানা থেকে ১০ ভড়ি স্বর্ণ চুরি হয়েছে। যারা আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকার বেশি।
বুধবার দিনগত রাতের কোন এক সময় পাংশা হাজী রহমত আলী সুপার মার্কেটের ৩য় তলায় নিউ সিকদার জুয়েলার্স এর কারখানাতে এ ঘটনা ঘটে।
নিউ সিকদার জুয়েলার্সের প্রোপ্রাইটার সঞ্জীব কুমার সিকদার বলেন, প্রতিদিনের মতো কারখানার কর্মচারীরা কাজ শেষ করে কারখানা বন্ধ করে বাসায় চলে যায়।সকাল ১০ টার দিকে কারখানায় আসলে কর্মচারীরা দেখতে পান জানালার গ্রীল কাটা রয়েছে। ভিতরে গিয়ে দেখা যায় সকল ড্রয়ার খোলা রয়েছে। আগোছালো সব কিছু।পরে দেখা যায় সেখানে থাকা ১০ ১০ ভরি স্বর্ণ চোরে নিয়ে গেছে।
এ ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা বাজার বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাংশা বাজারের জুয়েলার্স ব্যবসায়ীরা বলেন এর আগেও একই কায়দায় চোর স্বর্ণের দোকানে চুরি করেছে। তারা আরও বলেন আগের ঘটনা গুলোর সাথে জড়িতদের গ্রেফতার করা হলে আজ এমন ঘটনা ঘটত না।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন সংবাদ পেয়ে আমরা এখানে আসছি, চেষ্ঠা করছি এ চুরির সাথে কারা জড়িত তা সনাক্ত করে আইনের আওতায় আনতে।
(একে/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)